
শেরপুর প্রতিনিধি:
‘যুদ্ধ নয়, শান্তি চাই’—এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরে মানববন্ধন করেছে ‘নৈতিক সম্প্রীতি এবং যুদ্ধ মুক্ত বিশ্ব আন্দোলন’ নামে একটি সামাজিক সংগঠন। শনিবার (২৩ মার্চ) বিকেলে শহরের থানার মোড় চত্বরে আধাঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কোপেন্দ্র নকরেক, মোত্তাসিম বিল্লাহ, পরিচালক কাজী আলমগীর হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র দে, সংগঠনের কর্মী হাফিজ আল আসাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ-সংঘাত থামাতে বিশ্বনেতাদের কার্যকর উদ্যোগ নিতে হবে। মানবতা সবার আগে—এই বার্তা ছড়িয়ে দিতে তাঁরা এই মানববন্ধনের আয়োজন করেছেন।
মানববন্ধন শেষে শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।