
নিউজ ডেস্ক।।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আদিবাসী খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীর নতুন গির্জার নির্মাণ কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে সাধু জর্জ গির্জার মাটি খননের আশীর্বাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাধু জর্জ ধর্মপল্লীর পাল পুরোহিত লরেন্স রিবেরু সিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আশীর্বাদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেল পল কুবি সিএসসি।
বিশেষ অতিথি ছিলেন যীশুর হৃদয় সংঘ প্রদেশের প্রভিন্সিয়াল ফাদার জর্জ কোমল রোজারিও।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
ভাইস প্রভিন্সিয়াল ফাদার সুশান্ত গমেজ সিএসসি
ফাদার বিনয় গমেজ সিএসসি
জলছত্র ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুভাস কস্তা সিএসসি
দীঘলাকোনা ধর্মপল্লীর পাল পুরোহিত এলিয়াস হেব্লম
মরিয়মনগর ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত নিকোলাস বাড়ই।
এ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মপল্লী, প্যারিশ কাউন্সিল ও গ্রাম কাউন্সিলের সদস্যসহ খ্রিস্টান ধর্মাবলম্বী অনেকে উপস্থিত ছিলেন।
মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লী সূত্রে জানা গেছে, পুরাতন গির্জাটি ভেঙে নতুন আধুনিক স্থাপত্যশৈলীর একটি গির্জা নির্মাণ করা হবে। এ নির্মাণ কাজে খ্রিস্ট ধর্মীয় বিভিন্ন দাতা সংস্থা ও স্থানীয় ধর্মপল্লীর অনুদানে প্রায় দুই কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
—