
মো. নমশের আলম ।।
শেরপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি নং-১৫৪৮) কার্যকরী পরিষদদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক পদে মো. শওকত হোসেন বিজয়ী হয়েছেন।
এই খবরের ভিডিও দেখুন
রোববার (২৩ ফেব্রুয়ারি) বাগরাকশা এলাকার বাস স্ট্যান্ডে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। নির্বাচন পরিচালনায় পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ব্যবসায়ী মো. বাদশা চৌধুরি, প্রধান নির্বাচন কমিশনার জেলা বিএনপি নেতা অধ্যক্ষ এ.বি.এম মামুনুর রশীদ পলাশ ও পর্যবেক্ষক জেলা বিএনপি নেতা মো. আওয়াল চৌধুরি প্রমুখগনের সার্বিক সহযোগিতায় এবং সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিশেষ তৎপরতায় সম্পুর্ণ শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।
বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের স্ব স্ব পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এতে ১ হাজার ১৪ জন ভোটারের মধ্যে ৯’শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত সাড়ে বারোটার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ এ.বি.এম মামুনুর রশীদ পলাশ। এতে সভাপতি পদে মো. আব্দুল হামিদ (ট্রাক) ৫০৩ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল হান্নান (মোটরসাইকেল) পেয়েছেন ৪২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. শওকত হোসেন (বাইসাইকেল) ৫১৫ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গোলাম মোস্তফা পেয়েছেন ৩৪০ ভোট। এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি-১ মো. লিটন মিয়া ও ২ মো. হামিদুর রহমান, সহ সা.সম্পাদক-১ মো. জাহাঙ্গীর আলম ও ২ মো. আলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রিপন মিয়া, কোশাধ্যক্ষ মো. জাকির হোসেন, কার্যকরী সদস্য মো. জাকির হোসেন (টুলু)।