
দৈনিক শেরপুর রিপোর্ট :
শেরপুর বৈদ্যুতিক সেচপাম্পে সেচ দিতে গিয়ে বিদ্যৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ছাত্তারকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে কৃষক আকরাম হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে কৃষি শ্রমিক আব্দুল হানিফ (৫৫)।
এই খবরের ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/gpOGRqzNYHc?si=sSir4LxYDVVma641
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক আকরাম হোসেন নিজের বোরো ধানের ক্ষেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এসময় কাছে থাকা কৃষিশ্রমিক আব্দুল হানিফ আকরাম হোসেনকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এতে দুজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয় অপর কৃষক সেচপাম্পের কাছে দুজনের বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখে তাদের স্বজনদের খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।