
দৈনিক শেরপুর রিপোর্ট :
“আমরা যুব, গাই জীবনের জয়গান, দু’হাত বাড়িয়ে করি সম্প্রীতির আহ্বান”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে উদ্যাপিত হলো ইয়্যুথ ক্যাম্পেইন ২০২৫।স্বাবলম্বী উন্নয়ন সমিতি শেরপুর এর আয়োজনে যুব ফোরামের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন ও আন্তঃযোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই ইয়্যুথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে ২৯ শে জানুয়ারি বুধবার সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দা সালিহা ফেরদৌস এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’ এর নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যুবাইদুল আলম, জেলা নাগরিক প্লাটফর্ম এর আহ্বায়ক সহকারী অধ্যাপক (অব.) আবুল হাসেম, বৈসম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, যুব ফোরামের আহ্বায়ক মেহেদী হাসান শামিম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আস্থা প্রকল্প শেরপুুর এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে রূপান্তরের সহযোগিতায় ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে ২০২৩ সাল থেকে শেরপুর জেলায় আস্থা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় যুবনীতি ২০১৭ এর আলোকে যুব নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ইত্যাদি স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।