দৈনিক শেরপুর ডেস্ক :
শেরপুরে যাত্রীদের ভোগান্তি দূর করতে অনলাইন বাস টিকিটিং সেবার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) দুপুরে অনলাইন প্লাটফরম “আওয়ার শেরপুর” এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনলাইন বাসের টিকিট বুকিং উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় “আওয়ার শেরপুর” এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য বাস যাত্রীদের জন্য টিকিট বুকিং সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করার। পাশাপাশি নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা এবং সেই সাথে বাস মালিকদের জন্য টিকিট ব্যবস্থাপনা সহজতর করা।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিজের আসন নিজে পছন্দ করা সহ সপ্তাহে ৭ দিন দিনই ২৪ ঘণ্টা টিকিট কাটার সুবিধা পাবেন যাত্রীরা। উদ্বোধন উপলক্ষে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিনিদিন ১ জন যাত্রী বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন। এছাড়াও প্রথম ১০০ জন যাত্রীর জন্য থাকছে ১০% ছাড়।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, বাস মালিক সুব্রত রায়, মোঃ তৌহিদুর রহমান (পাপ্পু), মবিন আলম রনি ও উল্লাস চক্রবর্তী, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ সভাপতি শারিয়ার মিল্টন, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক জি. এম বাবুলসহ অন্যান সাংবাদিকের মধ্যে মো. আলমগির হোসেন, কাজি মাসুম, মনিরুল ইসলাম রিপন, জোবাইদুল ইসলাম, জুবায়ের দ্বীপ, শফিউল আলম সম্রাট, মামুন মোল্লাহ, শাহরিয়ার শাকির প্রমূখ।
শেরপুর জেলা ক্রীড়া সংস্থা বাস যুক্ত করার মাধ্যমে পথচলা শুরু করেছে আওয়ার শেরপুর এর অনলাইন বাস টিকিটিং সেবা। একই অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষর করে এলিট এক্সপ্রেস ও আওয়ার শেরপুর অনলাইন বাস টিকিটিং।
এটি মানুষের ভোগান্তি দূর করার চমৎকার একটি উদ্যোগ উল্লেখ করে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ‘তরুণরা এগিয়ে আসলেই শেরপুর এগিয়ে যাবে। জেলা থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য আওয়ার শেরপুর এর প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেনকে ধন্যবাদ জানাই। সেই সাথে বাস মালিকদের অনুরধ করছি সম্মিলিতভাবে আন্তরিক হয়ে অনলাইন বাস টিকিটিং সেবা সফল করার।’