দৈনিক শেরপুর ডেস্ক :
শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি (বুধবার) বিকেলে শহরের চেম্বার ভবনে শীতবস্ত্র বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন।
এ সময় অন্যান্য কর্মকতার মধ্যে, আরিফুল কবির আপেল, তৌহিদুর রহমান পাপ্পু, ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস, মহিউদ্দিন আহমেদ মামুন, শেখ শোভন, ইকরাম সেরনিয়াবাদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
চেম্বার সূত্র জানায়, প্রতিবছরের ন্যায় এবারও চেম্বারের নিজস্ব তহবিল থেকে অসহায় ও দুস্থ শীতার্ত প্রায় ৫০০ জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।