নিউজ ডেস্ক :
শেরপুরে বিশ্ব মানবিক মর্যাদা ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে (BDERM) বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর আয়োজনে শেরপুর শহরের ট্রাকস্ট্যান্ড বউ বাজার এলাকায় “আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর স্বীকৃতি প্রদান করতে হবে” প্রতিপাদ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন (BDERM) শেরপুর জেলা শাখার সভাপতি সুভাষ বিশ্বাস, সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিদ্বান বিশ্বাস ও সদর উপজেলা কমিটির সভাপতি মিলন রাম রবিদাস।
এসময় দলিত জনগোষ্ঠীর দীর্ঘদিনের ৮ দফা দাবি পেশ করেন হরিজন প্রতিনিধি জ্যোতি বিশ্বাস হরিজন ও পায়েল হরিজন।
বক্তরা দাবী করেন, এখন সময় হয়েছে জাত-পাত পেশাভিত্তিক বৈষম্য দূরীকরনে উত্থাপিত বৈষম্যবিরোধী আইন বাস্তবায়নের।