নিজস্ব প্রতিবেদক :
শেরপুর সদরে সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) হত্যা মামলার আসামি মো. রুস্তম মিয়া (৩৮)’ কে গ্রেফতার করেছে র্যাব-১৪। গত রাত আড়াইটায় শেরপুর সদর থানার নন্দী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি মো. রুস্তম মিয়া (৩৮) শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের
মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, পিপিএম-সেবা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
উল্লেখ্য গত ৩ ডিসেম্বর সকাল দশটার দিকে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) কে তার চাচা-জ্যাঠা ও চাচাতো ভাইসহ অন্যান্য আসামিগণ পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা উপর্যুপরি কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে পরিবারের লোকজন তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ওয়াসিম আকরামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। এরই প্রেক্ষিতে র্যাবের একটি অভিযানিক টিম রুস্তম মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামিকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।