নিজস্ব প্রতিনিধি :
শেরপুরে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ সহযোগিতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ হাফিজা জেসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিয়ের সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্যাব এর সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল।
এ সময় অন্যানের মধ্যে জেলা শিক্ষা অফিসার মোঃ রেজওয়ান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনীম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা বেগম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ জেলার বিভিন্নস্তরে ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
মত বিনিময় সভায় প্রধান অতিথি বলেন, আমরা যদি স্বচ্ছ এবং সচেতন হই এবং আমাদের কৃষি পণ্য উৎপাদনে আন্তরিক হই তাহলে আমাদের আলু-পেঁয়াজের জন্য ভারতের মুখাপেক্ষী হতে হবে না। খাদ্য সহ সকল প্রকার কৃষি পন্য উৎপাদনে উদ্বৃত্ত থাকবো।
এ সময় বক্তারা পাইকারি বাজার থেকে খুচরা বাজারে দ্রব্যমূল্যের দামের বিশাল ফারাক নিয়ন্ত্রণে এবং সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মতবিনয় সভা শেষে ক্যাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ও বলল নিয়ন্ত্রণে নীতি প্রদান করা হয়। এ সময় ক্যাব এব সভাপতি সুশীল মালাকার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।