শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর স্বীমান্ত দিয়ে এরশাদুল হক নামের এক বাংলাদেশী লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে ওই যুবকের লাশ হস্তান্তর করা হয়। নিহত এরশাদুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় এরশাদুল। পরে সে (এরশাদুল) ইউলিপুর সীমান্তপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পর সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় এরশাদুল। এরশাদুল বাড়ি না ফেরায় উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। একপর্যায়ে সামাজক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি লাশের ছবি সূত্রে তার পরিবার বিষয়টি জানতে পারে। পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করলে আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার নালিতাবাড়ী সীমান্ত দিয়ে এরশাদুলের লাশ হস্তান্তর করা হয়।