ছবি : দুর্ঘটনা কবলিত দুই মোটরসাইকেল
দৈনিক শেরপুর রিপোর্ট :
শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ছিটকে পড়ে ট্রলির চাপায় হাঁসি বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কের নৌহাটা পৌর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাঁসি বেগম ঝিনাইগাতী উপজেলার দরি কালিনগর এলাকার মোখলেছুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন আরোহী। দুর্ঘটনায় মোটরসাইকেল দুটি ভেঙ্গে চুরমার হয়ে গেছে।
স্থানীয়রা জানায়, বিকেলে শেরপুর ঝিনাইগাতী মহাসড়কের পৌর কবরস্থানের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা এক নারী ছিটকে পরে গিয়ে বিপরীতদিক থেকে আসা এক ট্রলির নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের ২ চালক ও ১ শিশু। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।