নিজস্ব প্রতিনিধি :
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক জুয়েল (৪০) ও সোহাগ (৩১) নামের আরো দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। গ্রেপ্তারকৃত আসামিদেরকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রেপ্তারকৃত জুয়েল শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গ্রামের রুস্তম আলীর ছেলে ও হাজতী সোহাগ একই গ্রামের লাল চানের ছেলে।
র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে কয়েক হাজার দুষ্কৃতিকারী। তারা বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি করে এবং কারাগারে আটক ৫ শতাধিক কয়েদিকে পলায়নে সহায়তা করে। এসময় ধৃত দুই আসামিও পালিয়ে যায়।
এ ঘটনায় পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারের অভিযানে নামে র্যাব-১৪। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ভোরে শেরপুর সদরের চৈতনখিলা এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে ও পার্শ্ববর্তী গনই মমিনাকান্দায় থেকে ডাকাতি মামলার আসামি সোহাগকে গ্রেপ্তার করে র্যাব। পলাতক কয়েদিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।