নিজস্ব প্রতিবেদক।।
শেরপুর জেল থেকে পালানো ৫ জন আসামিকে আটক করেছে র্যাব। গতরাতে (২৩ সেপ্টেম্বর) সাড়ে এগারোটায় শেরপুর জেলা শহরের খরমপুর মহল্লায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি বিক্রম বিষু (৪৫), রুবেল মিয়া (৩৬) ও মাদক মামলার আসামি আমিনুল ইসলামকে (৩০) আটক করে র্যাব- ১৪।
এর আগে এদিন পৃথক দুটি অভিযানে শহরের শেরি ব্রিজ এলাকা থেকে আটক করা হয় আলামিনকে (৪২) এবং নালিতাবাড়ীর দক্ষিণ নাকশি এলাকা থেকে আটক করা হয় হত্যা মামলার আসামি স্বপন মিয়াকে (২৯)।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আটককৃত বিক্রম বিষু জেলা শহরের খরমপুর মহল্লার মৃত ইন্তাজ আলীর ছেলে এবং একই এলাকার জামশেদ আলী ছেলে রুবেল মিয়া, খোরশেদ আলীর ছেলে আমিনুল ইসলাম ও আজগর আলীর ছেলে আলামিন। আটক স্বপন মিয়া নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকশি গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
র্যাব জানায়, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট বিকাল চারটায় কয়েক হাজার দুষ্কৃতকারী শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে। এসময়ে তারা কারাগারের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে। সেইসাথে তারা কারাগারে আটক ৫ শতাধিক হাজতি ও কয়েদিকে পালিয়ে যেতে সহায়তা করে।
এই ঘটনার পর পলাতকদের আটক করতে অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লিখিত আসামিদের আটক করা হয়।
ধৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জেল পলাতক এসব হাজতি ও কয়েদিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।