নিজস্ব প্রতিবেদক।।
গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী (দিদার)কে নির্মমভাবে হত্যাসহ প্রায় ৫০ জন নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তাগণ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার রেখে যাওয়া সন্ত্রাসীরা এখনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এ সন্ত্রাসীদের ছাড় দিলে জাতিকে চরম মূল্য দিতে হবে। তাই আমরা আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।