নিজস্ব প্রতিনিধি।।
‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে রোটারি-রোটারেক্ট ক্লাব অব শেরপুর এর যৌথ উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জামান ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও রোটারি ক্লাব অব শেরপুরের পাস্ট প্রেসিডেন্ট ডা.মো: সুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই পরিবেশকে সুন্দর রাখতে গাছ রোপণের বিকল্প নেই। সকলেই বাড়ির আঙ্গিনায় একটি করে গাছ রোপণ করুন।
রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মাহমুদুল হাসান হান্নান বলেন, দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এই স্লোগান নিয়ে রোটারি-রোটারেক্ট ক্লাব অব শেরপুরের উদ্যোগে বৃক্ষ বিতরণ করা হচ্ছে। আজ জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে পরিবেশ-বান্ধব বিভিন্ন প্রজাতির বনজ-ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান হাফিজুর রহমান, সহকারী শিক্ষক আব্দুর রহমান, রোটার্যাক্ট ক্লাব অব শেরপুর এর পাস্ট প্রেসিডেন্ট নাজমুল ইসলাম, রোটার্যাক্ট ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মাহমুদুল হাসান হান্নান, রোটার্যাক্ট ক্লাব অব শেরপুরের সদস্য রকিবুল ইসলাম রনি সহ অনেকে উপস্থিত ছিলেন।