নিজস্ব প্রতিনিধি।।
শেরপুরের ঝিনাইগাতীতে ৮০ বোতল বিদেশি মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গতরাতে সারে বারোটায় ঝিনাইগাতী উপজেলা ফাকরাবাদগামী পাঁকা রাস্তার পশ্চিম গজারীকুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. জামাল উদ্দিন (২১) ও ফাকরাবাদ গ্রামের মৃত আদম আলীর ছেলে আমির হোসেন (২৫)।
র্যাব জানায় মাদক চোরাকারবারিরা অবৈধভাবে ভারতীয় মদ পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সারে বারোটায় অভিযান চালিয়ে ঝিনাইগাতী থেকে ফাকরাবাদগামী পাঁকা রাস্তার পশ্চিম গজারীকুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের
হেফাজতে থাকা ২টি বস্তার ভিতরে সর্বমোট ৮০ বোতল বিদেশী মদ, ১টি ব্যাটারী চালিত ইজিবাইক ও মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে মদ পাচার করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করে আসামি হস্তান্তর করা হয়েছে।