নিজস্ব প্রতিনিধি।।
শেরপুরে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম। আজ রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ পরিচিতি ও মবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্বারোপ করে পুলিশ সুপার বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের দর্পণ। পুলিশকে সবচেয়ে সহযোগিতা করতে পারে মিডিয়া।
তিনি তার দায়িত্ব পালনকালীন সময়ে শেরপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, পুলিশ জনগণের সেবক। শেরপুরের জনগণের সেবক হয়ে দায়িত্ব পালন করতে চাই। আমার উপর আইনশৃঙ্খলাসহ অন্যান্য অর্পিত দায়িত্ব একসাথে মিলে সমন্বয়ের মাধ্যমে সমাধান করতে চাই।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম পিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), গোয়েন্দা বিভাগের ডিআই-১ আবিদুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম আধার, শহিদুল ইসলাম, কাকন রেজা, রফিক মজিদ, মাসুদ হাসান বাদল, জিএইচ হান্নান প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তাগণসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।