ছবি: দৈনিক শেরপুর।
নিজস্ব প্রতিনিধি।।
গণ-অভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে ছাত্র-জনতার শহীদি মার্চ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর বৈষম্যবিরোধী আন্দোলনের আয়োজনে শেরপুর সরকারি কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন স্লোগান দেয় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সঞ্জয় বণিক, প্রমুখ।
এসময় শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ শাহ কামাল হোসেন আকন্দ, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. জিতু, তৌহিদুর রহমান তৌহিদ, সোহানুর রহমান সোহান, মনি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে, তাদের রক্ত যাতে বৃথা না যায় সে লক্ষ্যে ছাত্রসমাজ বদ্ধপরিকর। একটি বিশেষ মহল এই হত্যাকাণ্ডে জড়িতদের বাঁচাতে চেষ্টা করছে এবং ব্যক্তিগত দ্বন্দ্বে কিছু নিরপরাধ মানুষকেও জড়ানোর চেষ্টা করছে। কোন স্বার্থান্বেষী মহলের প্রভাবে আইনি প্রক্রিয়াকে বাণিজ্যিকীকরণ না করা হয় এটাই ছাত্রসমাজের প্রত্যাশা। ছাত্রসমাজ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার কামনা করে।