নিজস্ব প্রতিবেদক।।
শেরপুর জেলা গার্মেন্টস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮আগস্ট) সন্ধ্যায় ৭টার শহরের নিউমার্কেটে সমিতির নিজস্ব কার্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গার্মেন্টস মালিক সমিতি সভাপতি আলহাজ মো. মাশুকুর রহমান। নবনির্বাচিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মেজবাহুল ইসলাম শিবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল ইসলাম, সহ-সভাপতি যথাক্রমে মো. শওকত হোসেন, মো. আতাউর রহমান, আলহাজ মো. নজরুল ইসলাম, আলহাজ মো. মিজানুর রহমান খান।
আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, মো. আকমল হোসেন বিপুল, মো. সবুজ আহমেদ, মো. আরিফ খান, মো. আকিবর রহমান, মো. উসমান গনি, মো. মেহেদি হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাঈদ ইসলাম টাইগার, অর্থ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সহ-অর্থ সম্পাদক মো. মাহমুদুল হাসান মনা, দপ্তর সম্পাদক মো. শাহজাহান মিয়া, সহ-দপ্তর সম্পাদক মো. ফিরোজ আহমেদ, ক্রীড়া সম্পাদক এস.এম.সালাউদ্দিন সম্রাট, সহ-ক্রীড়া সম্পাদক মো. মারুফ হোসেন ভূট্টো, সমাজ কল্যাণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. আকরাম হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আব্দুস ছালাম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. হেফজুল বারী, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ মো. শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আশরাফুল আলম, সহ-প্রচার সম্পাদক মো. সুমন মিয়া, সদস্য মো. জিয়াউর রহমান জুয়েল, আলহাজ মো. মাহবুবুর রহমান, মো. এম.এ আব্দুল্লাহ, মো. বিল্লাল হোসেন ভুঁইয়া সুমন, আলহাজ মো. মনিরুজ্জামান মানিক, তনয় ঘোষ, মো. সোহাগ মিয়া প্রমুখ।
সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্য বলেন, জেলা গার্মেন্টস মালিক সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। তাই সংগঠনে উপর রাজনৈতিক প্রভাব ফেলা যাবে না। নবনির্বাচিত কমিটি সমিতির সদস্যদের সকল ধরনের বিপদ আপদে পাশে থাকবে।