
স্টাফ রিপোর্টার।।
শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের জানমাল সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে শেরপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা ফজলুর রহমান তাঁরা এর নেতৃত্বে জেলা শহরে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
এসময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতিকারীদের যে কোন অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান নেতৃবৃন্দ। এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মোবাইল নাম্বার দিয়ে যে কোনো অপ্রীতিকর ঘটনা দৃষ্টিতে আসামাত্র এসকল মোবাইল নম্বরে যোগাযোগ করে নেতৃবৃন্দকে জানাতে সকলকে অনুরোধ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর বিএনপি’র সভাপতি প্রভাষক মামুনূর রশিদ পলাশ, জেলা বিএনপি’র পরিবেশ সম্পাদক হাসানুর রেজা জিয়া, জেলা ছাত্রদলে’র সেক্রেটারি নিয়ামূল হাসান আনন্দ, রফিকুল, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোকাদ্দেস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অপু, সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বাদল প্রমুখ।
এবিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি শান্ত রায় বলেন, “জেলা বিএনপির এই কার্যক্রমের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের জানমাল রক্ষার জন্য আত্মবিশ্বাস ফিরে পেলেন। উপস্থিত হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ বিএনপির এই সময়োপযোগী কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।