দৈনিক শেরপুর রিপোর্ট।।
আবারো এসে গেল বাঙালির শোকাবহ আগস্ট মাস। এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়েছে।
এ উপলক্ষে পহেলা আগস্টের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো।
আগস্টের প্রথম প্রহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে শত শত মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করা হয়। পরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু এমপির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ূন কবির রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পিপি এড. সুব্রত কুমার দে ভানু, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা পরিষদ সদস্য এড. ফারহানা মুন্নি, জেলা আওয়ামীলীগ নেতা ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামীলীগ নেতা মোসাদ্দেক ফেরদৌসী, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ইয়াকুব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে একই সময়ে জেলা শহরের থানা মোর এলাকায় বঙ্গবন্ধু স্কয়ারে মোমবাতি প্রজ্বলন ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ছাত্রলীগ। এসময় বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে জাতির পিতার হত্যার বিচারের রায় কার্যকরের দাবিতে স্লোগান দেয় নেতাকর্মীরা।