
নিজস্ব প্রতিবেদকঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন /১৯৫০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার (৭জুলাই) দুপুরে সদর বাজারে এই অভিযান পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল এবং সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলীসহ থানার পুলিশ উপস্থিত ছিলেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। সেইসাথে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান শুরু করেছি ও এই কার্যক্রম চলমান থাকবে।