স্টাফ রিপোর্টার।।
আজ বুধবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস। “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে।
র্যালী শেষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক। পরিদর্শক সুশীল কুমার দাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।