
স্টাফ রিপোর্টার।।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে (২০২৪ দ্বিতীয় ধাপ) রাত পোহালেই শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) দুপুর সাড়ে বারোটায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় সভাপতিত্ত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
সভায় উপস্থিত থেকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম- সেবা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মুক্তাদিরুল আহমেদ, জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর প্রতিনিধিগণ সহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে নিবার্চনকে ঘিরে আজ সকাল থেকেই সহকারী রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
এই দুই উপজেলায় ১৬২টি ভোট কেন্দ্রে ৪ লাখ ১৮ হাজার ৯১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নকলা উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন ও নালিতাবাড়ী উপজেলা ২ লাখ ৩৯ হাজার ৩০৬জন।
নির্বাচনে নকলা উপজেলায় চেয়ারম্যান পদে- ৫জন, ভাইস চেয়ারম্যান পদে- ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে নালিতাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে- ৪জন, ভাইস চেয়ারম্যান পদে- ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বায়িত্বে থাকবেন। আজ সোমবার সকালেই নির্বাচনী সরঞ্জামাদি স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ভোট গ্রহণ শুরুর আগেই স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে দেয়া হবে ব্যালট পেপার।