
নিজস্ব প্রতিবেদকঃ
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে রবিবার সকাল ১১টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানু, এমপি।
এসময় সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, পিপিএম-সেবা। জেলা সিভিল সার্জন ডা.অনুপম ভট্টাচার্য্য, জেল সুপার, মোহাম্মদ হুমায়ুন কবীর খান,সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী অফিসার মিজাবে রহমত ,নালিতাবাড়ী উপজেলা নিবার্হী অফিসার ইলিশায় রিছিল, শ্রীবরদী উপজেলা নিবার্হী অফিসার ফৌজিয়া নাজনীন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, বিটিভি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য সহ সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দের সাথে বিস্তর আলোচনা করা হয়।