৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন /২৪ উপলক্ষে শেরপুর জেলার আওতাধীন শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ মে দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বক্তব্য রাখেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা।
এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আনুয়ারুল হক, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট, জামালপুর র্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার, বিজিবি’র প্রতিনিধি সহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।