
নিউজ ডেস্ক।।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় থাকে তখনই ধানের বাম্পার ফলন হয়।
কথাগুলো কেউ ভিন্নভাবে নিবেন না, আসলে এটা কিন্তু বাস্তবতা। এবছর ধানের ফলন খুব ভালো হয়েছে এবং গতবছরও ধানের ভালো ফলন হয়েছিল। তিনি শেরপুরে এসে আজ বুধবার (১ মে) রাতে শেরপুর জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
এসময় তিনি সাংবাদিকদের আরও বলেন, চলতি অর্থবছরে এক কেজি চালও সরকারিভাবে আমদানি করতে হয়নি, দেশের কৃষকদের নিজস্ব উৎপাদনের ফলেই এটা সম্ভব হয়েছে। মাঠে যে পরিমাণ ধান আছে অপ্রত্যাশিত কোন প্রাকৃতিক দুর্যোগের জন্য ক্ষয়ক্ষতি না হলে ধান-চাল আমদানি করতে হবে না। আমরা আমাদের খাদ্য ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তা যথাযথভাবে প্রতিপালন করতে সক্ষম হবো।