শেরপুরে মতবিনিময় সভায় এলাকার উন্নয়নে সকল সাংবাদিকদের সহযোগিতা চাইলেন  -এমপি শহিদুল।

নিউজডেস্কঃ

শেরপুর জেলা সদর সহ সকল উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে শেরপুর-১ ও শেয়ার-৩ আসনের সংসদ সদস্যগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল (বুধবার) দুপুরে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আক্তারুজ্জানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর -১ (সদর উপজেলা) আসনে সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। সভায় মোবাইল ফোনে যুক্ত হয়ে সাংবাদিকদের শুভেচ্ছা জানান, জাতীয় সংসদের উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং শেরপুর-২ আসনের এমপি অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী।

 

জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ইউসুফ আলী রবিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায়  প্রিয় অতিথি ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,  শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, জেলা যুব লীগের সভাপতি ও কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

 

উক্ত মতবিনিময় সভায় প্রিয় অতিথির বক্তব্যে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম জেলায় কর্মরত সকল সাংবাদিকদের কাছে তাঁর ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানিয়ে বলেন, ” আপনারা হচ্ছেন জাতির বিবেক। শেরপুর-৩ আসনের আপামর জনসাধারণের সেবা সহ উন্নয়ন করতে আপনাদের লেখনীর মাধ্যমে সহযোগিতা চাই। আমাদের শেরপুরে অনেক সৎ এবং সাহসী সাংবাদিক রয়েছেন যাদের নিয়ে আমার গর্ব করতে পারি। আমি সবসময় আপনাদের সম্মান করি এবং ভালবাসি। আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আমার নির্বাচনী এলাকার দুই উপজেলার প্রতিনিধি হিসেবে ক্ষেত্র বিশেষ অনেক কথা বলতে হয়। এ ক্ষেত্রে আমার কোথাও যদি কোন ভুল থাকে তবে আমাকে ভুল না বুঝে সুধরানোর সুযোগ করে দিবেন।”

 

এদিকে তাঁর এই বক্তব্যকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ডিজিটালে ” অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের শাসালেন এমপি শহিদুল” শিরোনামে তাঁর বক্তব্যের ভিডিও প্রচার করা হয়। ওই ভিডিও নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে অনেকেই সেখানে কমেন্ট করেন, ” এমপি মহোদয় কোথায় শাসালেন। বক্তব্যের সাথে তো শিরোনামের কোন মিল নেই।” কেউ লিখেন, “প্রকৃত পক্ষে তিনি জনপ্রিয় ও সৎ ব্যক্তি। এখানে কোন হুমকি দেখলাম না তো। আপনি বা আপনার নিউজ উনাকে নিয়ে অপরাজনীতি করছে এটা সুস্পষ্ট।” আবার কেউ কমেন্ট করেন, “হুমকির লাইনটা একটু মার্ক করে দিবেন। আপনারা জাতির বিবেক, নিউজ করবেন বিবেক দিয়ে। আবেগ দিয়ে নয়।

এদিকে বিষয়টি নিয়ে  শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি  আক্ষেপ প্রকাশ করে বলেন, “আপনারা জাতির বিবেক। আমি আমার বক্তব্যে কোন সাংবাদিককে শাসায়নি। আমি  সকল সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়েছি। সেখানে শতাধিক সাংবাদিকের উপস্থিতিতে আমি বক্তব্য দিয়েছি। উপস্থিত সাংবাদিকরাই তার প্রমাণ। কেন ওই মিডিয়া কর্মি আমাকে নিয়ে এমন শিরোনাম করে ভিডিও পাঠিয়ে প্রচারের ব্যবস্থা করেছে সেটা আমার অজানা।” 

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    কারাবন্দীদের সুরক্ষায় শেরপুর কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

    স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা কারাগারে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি শুরু হয়েছে। ‘বাসা-বাড়ির আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’— এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১০ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

    নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন