
মোঃ নূর- ই- আলম চঞ্চল, শেরপুরঃ
শেরপুরে (৭ এপ্রিল) রোজ রবিবার বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলা কামারের চর ইউনিয়ন পরিষদ চত্বরে চরাঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে উপহার খাদ্য এবং শাড়ি ও লুঙ্গি তুলে দিলেন মহান জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু।
এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেরপুর জেলা শাখার সভাপতি ও সদর উপজেলার আওতাধীন কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নূরে আলম সিদ্দিকী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শেরপুর সদর ১আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, কামারের চর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (ভুট্টু), ইউপি -প্যানেল চেয়ারম্যান মোঃ আবু সাঈদ আরজু, যুবলীগ নেতা মোঃ গোলাম মোস্তফা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোঃ সোহানুর রহমান শাওন , ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, শাহিনুর ইসলাম মুক্তা,উপজেলা যুবলীগ নেতা মোঃ হাফিজুর রহমান, যুবনেতা নুর ইসলাম নয়ন, শাহীন মনু,মীরজামাল,হাতেম, ছাত্রনেতা মোঃ আলম মিয়া সহ ইউপি সদস্য ও মহিলা সাধারণ সদস্য,জেলা ও উপজেলা ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন দপ্তরের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ উপস্থিত থেকে প্রায় ৮ শতাধিক চরাঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে পত্রিত ঈদ-উল ফিতর উপলক্ষে শাড়ি লুঙ্গি ও খাদ্য সামগ্রী তুলে দেন।