
সজবরখিলা মহল্লায় মমতাজ বেগম মেমোরিয়াল স্কুলে ঐতিহ্যবাহী প্রান বন্যা খেলাঘর আসরের পুরাতন ও নতুন সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আব্দুল বারিক মঞ্জু, এর সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট খেলাঘর সংগঠক জনাব ইমাম হোসেন ঠান্ডু, জনাব নন্দ সাহা, জনাব এনামুল হক মিজু, জনাব আব্দুর রশিদ, আব্দুল হামিদ, জনাব এড্যভোকেট শক্তিপদ পাল, ডাক্তার খাইরুল সুমন, জনাব নুর আলম চঞ্চল, শাহজাহান আলী, ওবায়দুর রহমান বাদল, নোমান, ছানা, আব্দুল মমিন,হাছান জামান বাবু, আনোয়ার হোসেন অপু, সহ শতাধিক খেলাঘর এর সদস্যরা অংশ নেন।