জামালপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

 

আল আমিন হাসান, জামালপুর :

 

জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই-এর সাংবাদিক আলহাজ হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি ২০২৫) দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সভাপতিত্বে এবং কোশাধ্যক্ষ কাফি পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এস এম আব্দুল হালিম, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামান, আরটিভির জেলা প্রতিনিধি সুবিনয় রায় তপু, জামালপুর নাগরিক ভয়েস’র সাধারণ সম্পাদক মশিউর রহমান, জামালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, জামালপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম রুকন, জামালপুর জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মঞ্জু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুরের আহ্বায়ক শাহাবুল আকন্দ, সাংবাদিক ইউনিয়ন জামালপুরের সভাপতি সুকান্ত চক্রবর্তী, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম হাসু, জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রেহামান বিন শাওন, বাংলাদেশ রিপোটার্স ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি মুক্তাদির হোসেন সেলিম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোসতুজা বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক, দফতর সম্পাদক মো. আহসান হাবীব সুমন, কার্যকরী সদস্য মো. আঃ হামিদ, মো. ইব্রাহিম খান।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উক্ত ঘটনা জানার পরে অনলাইনে যুক্ত হয়ে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর উক্ত ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং মামলার তদন্তে সঠিক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপন এবং তার স্ত্রী সামসুন্নাহার সুমাইয়াকে দিয়ে ২৪ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধের কারণে হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে মেলান্দহ থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়। সাইদুল ইসলাম শিপন, কুলিয়া ইউনিয়নের সিঁড়িঘাট, তেঘুরিয়া এলাকার আজিজুল হক বাগুর ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়নি স্থানীয়রা। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার অপকর্ম ঢাকতে এবং হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

সরিষাবাড়ীতে ৪ শতাধিক হতদরিদ্র পেল শীতবস্ত্র কম্বল  

  স্টাফ রিপোর্টার :   জামালপুর সরিষাবাড়ীতে ৪ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল অরাজনৈতিক সংগঠন ‘মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সরিষাবাড়ী’র আয়োজনে সংগঠনটির প্রধান কার্যালয় পৌর…

বিস্তারিত পড়ুন...

জামালপুরে ৯ ম জাতীয় হাঁটা দিবস পালিত 

  স্টাফ রিপোর্টার :     “সুস্থ রাখতে দেহ যন্ত্র, হাঁটাই হোক মূল মন্ত্র” এ প্রতিপাদ্যে জামালপুর সরিষাবাড়ীতে ৯ম জাতীয় হাঁটা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ ওয়ার্কিং ক্লাব জামালপুর…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন   

শেরপুরে অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন   

নকলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

নকলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত  

শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত  

শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভুটানকে ৭-১ গোলে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ 

ভুটানকে ৭-১ গোলে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ