শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী বললেন আর কোন অপশক্তি শেরপুরে বিশ্ববিদ্যালয়ের রেললাইন ও মেডিকেল কলেজ নির্মাণ বাধা হতে পারবে না।
গতকাল এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন পূর্বের সরকারি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বাংলাদেশের ৬৩ জেলায় উন্নয়ন কর্মকান্ড হলেও পিছিয়ে রয়েছে শেরপুর জেলা।
এই সময় তিনি উল্লেখ্য করেন সাংবাদিকদের চোখ ফাঁকি দেয়া খুবই কঠিন, তাদের লিখনি শুধু দেশ নয়, সরা বিশ্ব দেখতে পায়।
তিনি পূর্ববতী সরকারের নেতা কর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা উল্লেখ করে বলেন আপনারা শেরপুর জেলাকে উন্নয়নের দিক থেকে পিছিয়ে রেখেছেন জন্য আপনাদের জনগনের কাঠগড়ায় দাড়াতে হবে।
সারা বাংলাদেশের প্রতিটি জেলার জন্য ১২ শ কোটি টাকার একটা করে ফান্ড দেওয়া হয়েছিল যার মধ্যে ৬৩ জেলায় ১২ শ কোটির করে একটা প্রকল্পের কাজ হয়েছে কিন্তু শুধু শেরপুরেই এ প্রকল্পের উন্নয়ন কাজ হয়নি।
এই বিষয়টি আমি জানার পর থেকেই ঐ টাকায় উন্নয়ন কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি সামনের বছরে প্রথম দিকেই এ কাজ শুরু হলে এগিয়ে যাবে শেরপুর।
মোঃ হযরত আলী (২৯ নভেম্বর) শুক্রবার রাতে শেরপুর শহরস্থ সিংপাড়া মহল্লায় তার নিজস্ব অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরীসহ বিএনপি ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।