
ডেস্ক রিপোর্ট
শেরপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে লেমন মিয়া( ৪০) নামে এক যুবককে অতর্কিত ভাবে হামলা করেন। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় লেমন কে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী সবাই মিলে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তারপর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মহাখালি মেট্রো পলিটন হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। ১৫ ফেব্রুয়ারি, শনিবার রাত ৮.৩০ মিনিটের সময় কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে গোলাম মোস্তফা তালুকদার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গোলাম মোস্তফা তালুকদার বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছেন, প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।