
দৈনিক শেরপুর রিপোর্ট।।
ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউরা উপজেলার সীমান্তবর্তী এলাকায় গত দুই দিনে ১৪ ও ১৫ ফেব্রুয়ারী বিজিবির অভিযানে ৪ লাখ ৮২ হাজার চারশ’ টাকা মূল্যের ভারতীয় জিরা, গরু ও মদ জব্দ করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর আওতাধীন ঘোষগাঁও, সূর্যপুর, গোবরাকুড়া ও কড়াইতলী বিওপি’র বিজিবি টহল দল অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে।
বিজিবি জানায়, ১৪ ফেব্রুয়ারী শুক্রবার গভীর রাতে ঘোষগাঁও বিওপি নয়াপাড়া সীমান্ত এলাকা থেকে ১২ বোতল ভারতীয় মদ সহ দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করে। এ সময় জড়িত সাব্বির হোসেন, জুয়েল মিয়া, মাহফুজ মিয়া পালিয়ে যায়। সুূর্যপুর বিওপি কাটাবাড়ি সীমান্তে ৮৭ বোতল ও একই রাতে গোবরাকুড়া বিওপি পূর্ব গোবরাকুড়া থেকে একটি ভারতীয় গরু এবং ১৫ ফেব্রুয়ারী রাতে কড়াইতলা বিওপি লক্ষ্মীকুড়া এলাকা থেকে ৩০২ কেজি ভারতীয় জিরা আটক করেছে।
চোরাকারবারীগণ অভিনব পন্থায় এসব ভারতীয় মালামাল অবৈধভাবে পাচার করার চেষ্টা করে। আটককৃত এসব ভারতীয় মালামালের মূল্য ৪ লাখ ৮২ হাজার চারশ’ টাকা। অভিযানের সময় চোরাকারবারীগণ দৌড়ে পালিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।