দৈনিক শেরপুর ডেস্ক।।
“ছাত্র -জনতা ঐক্য চিরজীবি হোক” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় শেরপুর সরকারী কলেজ শিক্ষক মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জোনের মতবিনিময় সভার অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়। ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট শেরপুরে শহীদ এবং আহতদদের পরিবার, আত্নীয়স্বজনদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান, আহনাফ সাঈদ খান, তৌহিদ সিয়াম, সাখাওয়াত হোসেন, সাকিবুল হাসান, সোহানুর রহমান সোহাগ, সূচনা আফরিন শর্মি, সুমাইয়া আফরিন, ইসরাত জাহান সুমনা।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলা সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট শেরপুরে শহীদদের বাবা-মা, আহত শিক্ষার্থীরাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।