
দৈনিক শেরপুর রিপোর্ট :
শেরপুর জেলার শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকা হতে ১২০ পিস ইয়াবা’সহ মোঃ সাজ্জাদ হোসেন (১৮) নামের এক মাদক কারবারি কে আটক করেছে র্যাব ১৪, সিপিসি-১, জামালপুর।
গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি রাত অনুমানিক সারে আটটায় র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের বকশীগঞ্জ টু ঝিনাইগাতীগামী পাকা রাস্তায় জনৈক মোঃ খায়রুল ইসলাম (৪০) এর রাইচ মিলের সামনে অভিযান চালায়। এসময় ১২০ পিস ইয়াবাসহ
সাজ্জাদ হোসেনকে হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা।
ধৃত সাজ্জাদ হোসেন শ্রীবরদী উপজেলার হাসধারা গ্রামের মোঃ জহুরুল হকের ছেলে। আসামীকে আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, পিপিএম-সেবা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানয়।