
দৈনিক শেরপুর প্রতিনিধি :
“বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, চুরি-ডাকাতি-ছিনতাই, জুয়া বাল্য-বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং-সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে শেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেটে অনুষ্ঠিত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
সভার শুরুতে পুলিশ সুপার জেলা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন, বিভিন্ন দোকান মালিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিষয়গুলি দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্বস্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
পরে তিনি তার বক্তব্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, চুরি-ডাকাতি-ছিনতাই, জুয়া বাল্য-বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং- সহ সমাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উপস্থিত সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধি মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার অফিসার ইনচার্জ এর নম্বরে ফোন করে জানানোর আহবান জানান।
সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক-সহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সুধীজন, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।