
নিউজ ডেস্ক :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আজ সোমবার (২৭ , জানুয়ারি) আবারও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলার পাহাড়ি ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪০ মিনি ড্রেজার, অন্তত ৩০টি বলি উত্তোলন টাওয়ার/নেটিংয়ের স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।
নালিতাবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান উপজেলার পাহাড়ি নদী ভোগাইয়ের নয়াবিল, হাতিপাগার, মন্ডলিয়াপাড়া, তন্তর, হাতিপাগার, কালাকুমা ও নাকুগাঁও ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনে জড়িতরা আগেই সরে পড়ায় জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানকালে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।