
দৈনিক শেরপুর রিপোর্ট :
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার বিচারাধীন হাজতি রুহুল আমিন (২৩)’কে আটক করেছে র্যাব-১৪।গতরাত দশটার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ধরিয়াপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
হাজতি রুহুল আমিন (২৩) নালিতাবাড়ীর দক্ষিণ কালিনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে এবং একটি হত্যা মামলায় বিচারাধীন আসামি। গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগারে দুষ্কৃতিকারীদের হামলায় পালিয়ে যাওয়া ৫১৮ জন হাজতি ও কয়েদীদের একজন ছিল সে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ২৮ ডিসেম্বর রাতে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, পিপিএম-সেবা আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।