
দৈনিক শেরপুর রিপোর্ট :
কওমি মাদ্রাসায় পড়ালেখা করে মসজিদের ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষক হিসেবে কেবল ক্যারিয়ার গঠন নয়, বরং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যম উন্নত জীবন গঠন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠতে হবে। চাকরি খোঁজা নয়, নিজের কর্মসংস্থানের সুযোগ নিজেকেই সৃষ্টি করতে হবে। এই লক্ষ্যে শেরপুরে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট এন্ড ইকোনমি’ (এজ) প্রকল্পের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কারিগরি সহায়তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে শেরপুর জেলায় ২টি ব্যাচে ২৫ জন করে ৫০ জনকে ২০ দিনব্যাপী আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের তুলসিমালা ট্রেনিং কাম কনফারেন্স সেন্টারে প্রশিক্ষণ সমাপনী সনদপত্র ও উপকরণ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
প্রশিক্ষক মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জীএমএ. মুনীব, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি-সাংবাদিক রফিক মজিদ, আইসিটি উদ্যোক্তা আব্দুস সাত্তার রণি প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ‘ধর্মীয় শিক্ষার সাথে সাথে আমাদেরকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানেও দক্ষতা অর্জন করতে হবে। এই প্রশিক্ষণ কর্মসূচি খুবই ভালো একটি উদ্যোগ। এতে মাদ্রাসার শিক্ষার্থীরাও আইসিটিতে দক্ষতা অর্জন করে আয়-উপার্জন করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।’