
দৈনিক শেরপুর রিপোর্ট :
শেরপুরে ডেভলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবলিটি (ডপস) এর আয়োজনে অনুষ্ঠিত জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই খবরের ভিডিও লিংক
আজ ২৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে শেরপুর জেলা শহরের গৌরীপুরস্থ ডপস কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
ডপস প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া বিএসপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামার ডালিয়া, কবি ও সাংবাদিক রফিক মজিদ ও শিক্ষক নেতা মহসিন আলী। এ সময় বৃত্তিপ্রাপ্ত দু’জন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।
ডপস সূত্র জানায়, জেলার ৫ টি উপজেলা থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে দরিদ্র ও মেধাবী প্রায় ১ হাজার শিক্ষার্থী উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ থেকে চূড়ান্ত ভাবে মনোনীত হন ১৮৫ জন শিক্ষার্থী। উত্তীর্ণ ১৮৫ জন শিক্ষার্থীর সবাইকে ডপসের শিক্ষা সহায়তা সহ সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।
এ সময় অতিথিরা উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং বিনামূল্যের খাতা-কলম তুলে দেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।