
সংগৃহীত ছবি:
নিউজ ডেস্ক।।
মে মাসের ৯ থেকে ১১ তারিখের মধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে বলে গতকাল শনিবার (২৭ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
তিনি জানান, ইতিমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৯, ১০, ১১ মে এই তিনদিনের যে কোন একটি দিন ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সম্মতির ওপর সবকিছু নির্ভর করছে।
গেল ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। গত ১২ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয় এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৩-২০ মার্চের মধ্যে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এতে নেওয়ার জন্য নিবন্ধন করে।
সাধারণত পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সে হিসাবে ১১ মে তারিখের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার কথা। এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য তিন দিনের সম্ভাব্য তারিখ ধরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় আন্তশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে পরামর্শ করে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করে থাকে। কারণ, এসব পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী যেদিন সময় দিতে পারেন, সেদিনই ফলাফল প্রকাশ করা হয়।