
নিউজ ডেস্ক।।
শেরপুরের ঝিনাগাতী উপজেলার নজরুল একাডেমীর এক যুগ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) উপজেলার কালিবাড়ী বাজারে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
এ উপলক্ষে সন্ধ্যা ৭ ঘটিকায় একাডেমীর অধ্যক্ষ আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আবদুল্লা আল মাহমুদ রতন, মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক প্রমুখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ওসি তদন্ত ইস্কান্দার হাবিবুর রহমান।
সবশেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় এলাকার জনপ্রতিনিধিগন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ, নজরুল একাডেমীর সাবেক কৃতি শিক্ষার্থীসহ সকল শিক্ষক শিক্ষার্থী এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।