
ছবি সংগৃহীত
নিউজ ডেস্ক।।
রাজধানী ঢিকার ডেমরার ধার্মিকপাড়ায় গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আজ সোমবার (১ এপ্রিল) রাত নয়টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মাঝে লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।