নিজস্ব প্রতিবেদক :
শেরপুরের শ্রীবরদীতে নানার বাড়িতে বেড়াতে এসে খেলতে গিয়ে রেজুওয়ানা ও রেজবানা (১.৫) নামে দুই জমজ শিশু এবং নালিতাবাড়ীতে পুকুরের পানিতে অজু করতে গিয়ে শামছুদ্দিন (৬৭) নামে এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছেন।
মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ও আজ বুধবার সকালে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নয়াবিল গুচ্ছ গ্রামের বাসিন্দা শামছুদ্দিন কিছুটা শারীরিক প্রতিবন্ধী ছিল। ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় পুকুরে ওজু করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে মারা যান তিনি। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিকে শ্রীবরদীর ঢনঢনিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে আজ বুধবার সকালে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে মারা যায় দের বছর বয়সী দুই জমজ শিশু রেজুওয়ানা ও রেজবানা। মৃত রেজওয়ানা ও রেজবানা শেরপুর সদরের কৃষ্ণপুর এলাকার রাকিবুল ইসলাম রকিবের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে রেজওয়ানা ও রেজবানা বাবা-মার সাথে শ্রীবরদী উপজেলার ঢনঢনিয়া গ্রামের নানা আব্দুর রহমান মুন্সির বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে খেলতে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে মারা যায় শিশু রেজওয়ানা ও রেজবানা। পরে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন পরিবারের লোকজন ও স্থানীয়রা ।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম পানিতে ডুবে বৃদ্ধ শামছুদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।