শেরপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ঔষধ ক্রয়ে ঠিকাদার নিয়োগে অনিয়মসহ নানা অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সময় টিভির সাংবাদিক স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা।
১১ নভেম্বর সোমবার দুপুর দুইটায় হাসপাতালের তত্ত্বাবধায়ক সেলিম মিঞা বিষয়টি নিয়ে খবর না করার জন্য ধমকা-ধমকি করেন।
এসময় সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন বাবু চক্রবর্তী ভিডিও করতে গেলে তার ক্যামেরা ছিনিয়ে নেন ডাঃ সেলিম মিঞা। পরে তিনি সাংবাদিক হিরাকে শার্টের কলার ও গলা চেপে ধরেন। পরবর্তীতে হাসপাতালের কর্মচারীদের ডেকে এনে তাকে দরজা বন্ধ করে ঘন্টাখানেক অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি অন্যান্য সাংবাদিকরা খবর পেলে তাকে উদ্ধার করতে যাওয়ার খবরে কৌশলে সটকে পরেন তত্ত্বাবধায়ক সেলিম মিঞা।
পরবর্তীতে এ ব্যাপারে মানবাধিকার সংস্থা আমাদের আইন এর পক্ষ থেকে গভীর নিন্দা প্রকাশ করে গঠনার সঠিক তদন্তের মাধ্যমে বিচারের ব্যবস্থা করার জন্য কতৃপক্ষের নিকট দাবী জানান।