দৈনিক শেরপুর রিপোর্ট :
শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় শেরপুর সদর থানায় রুজুকৃত হত্যা মামলার আসামি ঝিনাইগাতী উপজেলার ৭ নং মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মো. নুরুল ইসলাম তোতা (৬০) কে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সোয়া সাতটার জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার এলাকা হতে নুরুল ইসলাম তোতা’কে গ্রেফতার করা হয়। তিনি ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা দেবোত্তর পাড়া গ্রামের মৃত গনি সরকার এর ছেলে এবং ৭ নং মালিঝিকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
র্যাব-১৪, সিপিসি ১, জামালপুর ক্যাম্পের
মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: আব্দুল হাই চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গত ৪ আগস্ট শেরপুর বিকেলে শেরপুর দুষ্কৃতিকারীরা হামলা করে। এতে মো. মাহবুব আলম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের মা মাফুজা খাতুন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানায় র্যাব।