নিজস্ব প্রতিনিধি।।
শেরপুরে জেল পলাতক হত্যা মামলার আসামি হাজতি মনজিল হোসেন (২২) কে গ্রেফতার করেছে র্যাব ১৪। মনজিল হোসেন শেরপুর সদর উপজেলার ঘুঘরাকান্দি গ্রামের ইয়ার মাহমুদ এর ছেলে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে জেলার সদর উপজেলার বেতমারী হাওড়াপার ব্রিজ এলাকা হতে হাজতি নং-৩১৮/২৪, মনজিল হোসেন (২২) কে গ্রেফতার করা হয়। তিনি শেরপুর জেলার সদর থানার একটি হত্যা মামলার বিচারাধীন আসামি।
র্যাব ১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট বিকাল চারটায় কয়েক হাজার দুষ্কৃতকারী শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে। এসময় তারা বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে এবং কারাগারে আটক ৫ শতাধিক হাজতি ও কয়েদিকে পালাতে সহায়তা করে। পলাতক এসব কয়েদিদের আটক করতে অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার উক্ত স্থানে অভিযান চালিয়ে মনজিল হোসেন (২২) কে গ্রেফতার করা হয়।
ধৃত কয়েদিকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জেল পলাতক এসব হাজতি ও কয়েদিদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।