নিউজ ডেস্ক।।
‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১ মে (বুধবার) সকাল সাড়ে ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের সংগঠনের ব্যানার নিয়ে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণের উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে জড়ো হয়। র্যালিটি ডিসি উদ্যানের বিজয় মঞ্চে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন শেরপুর-১ (সদর উপজেলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক প্রমুখ।
এছাড়াও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
র্যালি শেষে বিজয় মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এতে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন এমপি, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, জাতীয় শ্রমিক লীগের জেলা সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু বক্তব্য রাখেন।